সীতাকুণ্ড প্রতিনিধি »
মঙ্গলবার (১২ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল ৫টার ব্রুনাইয়ে সড়ক দুর্ঘটনায় সীতাকুণ্ডের নুর মোস্তফা (৪৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ বাংলাদেশি। তারা সবাই স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত নুর মোস্তফা সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়নের ধর্মপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রকাশ বাঘার ছেলে। নিহত নুর মোস্তফার তিন মেয়ে রয়েছে।
নিহতের চাচাতো ভাই নুর আলম জানান, গত রাত ৮টার দিকে ব্রুনাই থেকে নুর মোস্তফার এক বন্ধু ফোন করে তার স্ত্রীকে দুর্ঘটনার খবর দেন। এরপর থেকে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। নিহতের লাশ দেশে আনতে বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র দপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা চেয়েছেন তিনি।













