২৬ অক্টোবর ২০২৫

ব্লগার ওয়াশিকুর হত্যার রায় পেছালো

বাংলাধারা ডেস্ক »

রাজধানীর তেজগাঁও এলাকায় থেকে ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলার রায়ের তারিখ পিছিয়ে আগামী ৪ নভেম্বর পুনঃচার্জগঠনের দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলাম এ আদেশ দেন।

মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিলো আজ। কিন্তু এ মামলায় তিন নম্বর আসামি সাইফুল ইসলাম অন্য মামলায় কারাগারে থাকায় চার্জগঠনের সময় উপস্থিত করা হয়নি। এজন্য রাষ্ট্রপক্ষ থেকে পুনরায় চার্জগঠনের জন্য আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক তারিখ পিছিয়ে আসামি সাইফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ৪ নভেম্বর দিন ঠিক করেছেন আদালত।

 

বাংলাধারা/এফএস/ওএস/এআর

আরও পড়ুন