২৬ অক্টোবর ২০২৫

ব্লগার ওয়াশিকুর হত্যা মামলার রায় আজ

বাংলাধারা ডেস্ক »

ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলার রায় ঘোষণা হবে মঙ্গলবার (২৭ অক্টোবর)। দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর এই হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে।

গত ৪ অক্টোবর ওয়াশিকুর হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষে যুক্তি উপস্থাপন শেষে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলাম এই মামলার রায় ঘোষণার জন্য আজকের (মঙ্গলবার) দিন নির্ধারণ করেন।

মামলার আসামিরা হলেন— জিকরুল্লাহ ওরফে হাসান, আরিফুল ইসলাম ওরফে মুশফিক ওরফে এরফান এবং সাইফুল ইসলাম ওরফে মানসুর। এছাড়া এই মামলায় মাওলানা জুনায়েদ আহম্মেদ ওরফে তাহের ও সাইফুল ইসলাম ওরফে আকরাম হোসেন পলাতক রয়েছেন। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জানান, এ মামলায় পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আশা করেন তিনি। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ আসামিদের ন্যায়বিচার দাবি করেন।

রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ীর দিপীকা মোড়ে ২০১৫ সালের ৩০ মার্চ ওয়াশিকুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। পালানোর সময় দুই হামলাকারীকে আটক করে তৃতীয় লিঙ্গের লোকজন ও এলাকাবাসী।

ওই ঘটনায় ওয়াশিকুর রহমানের ভগ্নিপতি মনির হোসেন মাসুদ বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলাটি দায়ের করেন। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মশিউর রহমান।

বাংলাধারা/এফএস/ওএস/এআর

আরও পড়ুন