বাংলাধারা ডেস্ক »
খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ ।এইদিনে ফিলিস্তিনের বেথলেহেমের এক জীর্ণ গোশালায় জন্ম গ্রহণ করেন যিশু খ্রিস্ট।তখন থেকেই এই দিনটিকে বড়দিন হিসেবে উদযাপন শুরু করে খ্রিস্টান ধর্মাবলম্বীরা ।
তারা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য, সুন্দর ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য যিশুখ্রিস্টের জন্ম হয়। ধর্ম প্রবর্তকের জন্মদিনটিকে তাই ধর্মীয় নানা আচার ও উৎসবের মধ্য দিয়ে উদযাপন করছেন তারা। এটি তাদের প্রধান ধর্মীয় উৎসব। তাই গোটা বিশ্বের মতো বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ও নানা আনুষ্ঠানিকতায় পালন করছেন তাদের সবচেয়ে বড় এ উৎসব।
হয়েছে। শিশুদের জন্য সান্তাক্লজ,ক্রিসমাস পার্টিসহ নানা ধরনের আয়োজন রয়েছে।

রাজধানীর তেজগাঁও ক্যাথলিক গির্জায় বড়দিনের বিশেষ প্রার্থনা চলছে।গির্জা ও এর আশপাশের এলাকা রঙিন সাজে সজানো হয়েছে। আলোকসজ্জায় দৃষ্টিনন্দন করা হয়েছে ক্রিসমাস ট্রি। গির্জার মূল ফটকের বাইরে বসছে ছোটখাটো একটি মেলা।
এদিকে,বড়দিনের উৎসব ঘিরে আনন্দে উদ্বেলিত খ্রিস্টান সম্প্রদায়। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সবচেয়ে বড় এ উৎসবটি পালন করছেন তারা।প্রতিটি ঘরে ছড়িয়ে পড়েছে উৎসব। বর্ণিল আলোতে সাজানো হয়েছে গির্জা ও খ্রিস্টানপাড়া। যিশু গোয়াল ঘরে জন্মেছিলেন বলেই খ্রিস্টান ধর্মালম্বীরা ঘরে প্রতীকী গোশালা স্থাপন করেছেন। আরও রয়েছে ক্রিসমাস ট্রি।প্রায় সব পরিবারেই উন্নত মানের খাবারের আয়োজন করা হয়েছে।
বড়দিনের উৎসবের আভা বাংলাদেশের অভিজাত হোটেলগুলোকেও ছুঁয়ে গেছে। উৎসবকে ঘিরে ঢাকাসহ দেশের বড় শহরগুলোর অভিজাত হোটেলগুলো রঙিন বাতি, ফুল আর প্রতীকী ক্রিসমাস ট্রিতে সাজানো হয়েছে।দিবসটি উপলক্ষে আজ সরকারি ছুটি।
বাংলাধারা/এফএস/টিএম













