২৪ অক্টোবর ২০২৫

বড়দিনে নানা আয়োজন চট্টগ্রামেও

বাংলাধারা প্রতিবেদন »

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। বন্দরনগরী চট্টগ্রামেও উৎসবমুখর ও বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। রবিবার (২৫ ডিসেম্বর) ভোর থেকে গির্জায় প্রার্থণা ও নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বড়দিন উদযাপন শুরু হয়েছে।

এদিন ভোর থেকেই প্রার্থণার মধ্য দিয়ে বড়দিনের কর্মসূচির সূচনা হয়। নগরীর পাথরঘাটার সবচেয়ে বড় গির্জা পবিত্র জপমালা রানির গির্জায় হাজারো নারী পুরুষ, শিশু-কিশোর এই প্রার্থণায় অংশ নেন। এছাড়া নগরীর জামালখান ও পাহাড়তলী ক্যাথলিক চার্চে বিশেষ প্রার্থণার আয়োজন করা হয়।

এদিকে বড়দিন উপলক্ষে ঘরে ঘরে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। আয়োজন করা হয়েছে ভালো খাবারে অতিথি আপ্যায়নের। নগরীর অভিজাত তারকা হোটেলগুলোতেও ক্রিসমাস ট্রি’র পাশাপাশি সান্তা ক্লজ এর উপহার বিতরণসহ নানা আয়োজন রাখা হয়েছে।

বড়দিনের বর্ণিল সাজে সেজেছে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ। রেডিসনের লবি সাজানো হয়েছে ২০ ফুট লম্বা ক্রিসমাস ট্রি দিয়ে। পাশেই রয়েছে সুদৃশ্য ক্রিসমাস হাউস। কুকি হাউসে রয়েছে ২০ পদের কেক ও কুকিজ। ক্রিসমাসের বিশেষ ডিনারে আজ থাকছে অর্ধশতাধিক পদের সালাদ ও দারুণ সব ডেজার্ট। ডিনারে জনপ্রতি খরচ পড়বে ৩ হাজার ৯৫০ টাকা। শিশুদের সাথে বড়দিনের আনন্দ আয়োজনে থাকছে সান্তাক্লজের সান্নিধ্য।

এছাড়া বড়দিন উপলক্ষ্যে মাত্র ১৬ হাজার ৯০০ টাকায় থাকছে নগরীর একমাত্র এই পাঁচ তারকা হোটেলে থাকার প্যাকেজ, যাতে অতিথিরা পাচ্ছেন ফ্রি বুফ্যে, ব্রেকফাস্ট এবং ডিনার। বড়দিনকে কেন্দ্র করে হোটেলের রন্ধনশিল্পীরাও নানা চমক সৃষ্টিতে ব্যস্ত আছেন। নতুন বছরে অতিথি, পরিবার বা কাছের মানুষদের উপহার হিসেবে দিতে থাকছে নানারকম লাঞ্চবক্স এবং উপহারসামগ্রী।

এদিকে বড়দিন উপলক্ষে চট্টগ্রামে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। বড়দিনে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি গির্জায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন