বিনোদন ডেস্ক »
পশ্চিমবঙ্গের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘কাকাবাবু’সিরিজ ছোটদের মাঝে ভীষণ জনপ্রিয়। ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ দিয়ে শেষ হচ্ছে এই ট্রিলজি। যা মুক্তি পাবে আগামী বড়দিনে (২৫ ডিসেম্বর)।
কাকাবাবু বিখ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কাল্পনিক চরিত্র। কাকাবাবুর আসল নাম ‘রাজা রায়চৌধুরী’। তিনি হলেন মধ্যবয়সী অবসরপ্রাপ্ত একজন ব্যক্তি, যিনি অসম্ভব সাহসী ও বুদ্ধিমান ব্যক্তি, আর তার সর্বক্ষণের ছায়াসঙ্গী হয়ে রয়েছে সন্তু। বাঙালির কাছে অত্যন্ত প্রিয় একটি রোমাঞ্চকর গল্প কাকাবাবু।
কাকাবাবুর চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সন্তুর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে আরিয়ানকে।
ছবিটি নিয়ে সৃজিত বলেন, ‘কাকাবাবু ট্রিলজির শেষ ইনস্টলমেন্ট এটা। ২০১৩ থেকে ২০২০, সাত বছর ধরে এটি নিয়ে প্রচুর স্মৃতি আমার। দেশের বাইরে কত ঘোরার অভিজ্ঞতা! সেই মিসর হোক আর কেনিয়া। বিশেষ করে ছোটদের জন্য বানানো ছবির নিরিখে কাকাবাবু আমার কাছে খুব স্পেশাল।’
কথা ছিল এবারের পূজায় মুক্তি পাবে এই ছবি। কিন্তু করোনা আবহে থিয়েটার-প্রেক্ষাগৃহের দরজা বন্ধ। আর পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে, ‘কোনও ওটিটি প্ল্যাটফর্ম নয়, বরং ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ঘটবে সিনেমা হলেই।’ কথা রেখেছেন পরিচালক। বড়পর্দায় এক রোমাঞ্চকর অভিজ্ঞতাই পাবেন সিনেমাপ্রেমী দর্শকরা।
বাংলাধারা/এফএস/ওএস













