বাংলাধারা প্রতিবেদন »
নানা আয়োজনের মধ্য দিয়ে নগরীতেও উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। দিনটি উপলক্ষে নগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
নগরীর জামালখান, গণিবেকারি, পাথরঘাটাসহ বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি খ্রিস্টান সম্প্রদায় যাতে নির্বিঘ্নে বড়দিনের উৎসব উদযাপন করতে পারেন, সেজন্য গির্জাগুলোর নিরাপত্তায় কাজ করছে পুলিশ, র্যাবসহ সাদা পোশশকাধারী আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।
সিএমপির সিনিয়র সহকারী কমিশনার নোবেল চাকমা গণমাধ্যমকে জানান, বড়দিন উপলক্ষে নগরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে, যেকোন ধরণের বিশৃঙ্খলা রোধে কাজ করছে এলিট ফোর্স-র্যাব। বিভিন্ন সড়কে টহল জোরদার করেছে তারা। র্যাব-৭ এর অপারেশন অফিসার মো. মাশকুর রহমান গণমাধ্যমকে জানান, খ্রিস্টান ধর্মালম্বীদের উৎসব নির্বিঘ্ন করতে নগরীতের তাদের ৮টি টহল টিম কাজ করে যাচ্ছে। যেকোন ধরনের বিশৃঙ্খলা কিংবা নাশকতা রোধে তারা প্রস্তুত আছেন বলেও জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম













