বাংলাধারা স্পোর্টস »
ইতালি বনাম তুরস্কের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠল ইউরো ২০২০ এর। প্রত্যাশিত জয়ে আসর শুরু করলো ইতালি। নানা বিধি নিষেধ মেনে খেলা দেখতে রোমের স্তাদিও অলিম্পিকোতে উপস্থিত ছিলেন ১৬ হাজার দর্শক।
শুক্রবার(১১ জুন) রোমের স্তাদিও অলিম্পিকোয় ইউরোর উদ্বোধনী ম্যাচে তুরস্ককে ৩-০ গোলে হারিয়েছে ইতালি। এই জয়ের মাধ্যমে রেকর্ডও গড়েছে স্বাগতিকেরা। ইউরোর ইতিহাসে উদ্বোধনী ম্যাচে এটাই সবচেয়ে বড় ব্যবধানের জয়।
সম্প্রতি দারুণ ছন্দে থাকা ইতালি আগের প্রথা ভুলে দেখাচ্ছে গতিময় ফুটবল। তাতে সফলও হচ্ছে বেশ। বিশ্বকাপ থেকে বাদ পড়ার পাঁচ বছরের মধ্যেই জায়গা করে নিয়েছে বড় মঞ্চে। ইউরোতে আসার আগে টানা ২৭ ম্যাচে জিতেছে দলটি। এমন উড়তে থাকা ইতালি ঘরের মাঠে ইউরো পেয়ে মেতে উঠেছে জয়ের আনন্দে।

যদিও ম্যাচের প্রথমার্ধে রক্ষণে জোর দিয়ে সামলে রেখেছিল তুরস্ক। তবে বিরতির পর ইতালিকে থামাতে পারেনি তারা। তিনটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। প্রথমটি আত্মঘাতী। পরের দুটি করেন চিরো ইম্মোবিলে ও লরেন্সো ইনসিনিয়ে।
এদিন ম্যাচের ৬৪শতাংশ সময় বল দখলে রাখা ইতালি প্রথম গোল পায় ৫৩ মিনিটে। দমিনিকো বেরার্দি ডি-বক্সে ঢুকে ডান দিক দিয়ে সতীর্থের উদ্দেশে ক্রস বাড়ান। তবে গোলমুখে ডিফেন্ডার দেমিরালের শরীরে লেগে বল চলে যায় জালে।

পরের দুটি গোল আসে ৬৬ ও ৭৮ মিনিটে। ৬৬তম মিনিটে বেরার্দির বাড়ানো বল ধরে স্পিনাজ্জোলার নেওয়া শট ঝাঁপিয়ে ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি গোলরক্ষক। ফিরতি শটে ঠিকানা খুঁজে নেন ইম্মোবিলে। আর ৭৮তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ইনসিনিয়ে। ফলে জয়ের আনন্দে ভাসে ইতালি।
বাংলাধারা/এফএস/এআর













