আন্তর্জাতিক ডেস্ক »
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে অ্যাডিনোভাইরাসের সংক্রমণ। সেখানে এ রোগে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর হার বাড়ছে। এমন অবস্থায় পরিস্থিতি সামলাতে কার্যত দফায় দফায় বৈঠক করছেন স্বাস্থ্য কর্মকর্তারা। এমনকি শিশু বিশেষজ্ঞদের কাছ থেকেই এই বিষয়ে পরামর্শ নিচ্ছেন তারা।
সেখানে ১০ দফা নির্দেশিকা দেওয়া হয়েছে সরকারি ও অন্যান্য হাসপাতালগুলোতে।
২৪ ঘন্টায় একাধিক শিশুর মৃত্যু
ভারতে অ্যাডিনোভাইরাসের তীব্র সংক্রমণ থামানো যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় সেখানে একাধিক শিশুর মৃত্যু হয়েছে। বিসি রায় হাসপাতালে একই দিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। সর্দি এবং কাশি নিয়ে তিনটি শিশুই হাসপাতালে ভর্তি হয়েছিল। এমনকি তাদের শ্বাসকষ্টও ছিল। এছাড়া অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বাঁকুড়াতেও। গত ২৪ ঘন্টায় কলকাতার আরও একটি সরকারি হাসপাতালে শিশু মৃত্যুর খবর সামনে এসেছে। একই দিনে এতগুলো শিশুমৃত্যুর ঘটনায় রীতিমত আতঙ্ক এবং উদ্বেগ দুটোই বাড়ছে। তবে ভারতীয় স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ মার্চ পর্যন্ত কলকাতা এবং বর্ধমানে ৪২ জন শিশুর মৃত্যু হয়েছে অ্যাডিনোভাইরাসে।
মাঠে নেমেছেন স্বাস্থ্যসচিব
এমন অবস্থায় পরিস্থিতি খতিয়ে দেখতে মাঠে নেমেছেন দেশটির স্বাস্থ্যসচিব। বিভিন্ন সরকারি হাসপাতালে গিয়ে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেছেন তিনি। এই অবস্থায় মঙ্গলবার উচ্চপর্যায়ের একটি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যের ভয়াবহ পরিস্থিতির কথা তাকে জানানো হয়। দীর্ঘ আলোচনায় একাধিক পদক্ষেপের কথা বলা হয়। এমনকি জরুরি ভিত্তিতে কন্ট্রোল রুম খোলার নির্দেশও দেওয়া হয়েছে। সেই মতো ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে ইতোমধ্যে।
চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে
অন্যদিকে বাঁকুড়ায় দুই শিশুর মৃত্যুর খবর সামনে আসতেই নড়েচড়ে বসেছে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। গত ২৫ ফেব্রুয়ারি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বাঁকুড়া সদর মহকুমা এলাকার ১ ও ৫ মাস বয়সী ওই দুই শিশুর মৃত্যুর পরপরই আপাতত চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে দেশটির স্বাস্থ্য দফতর। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সুপার ডা. সপ্তর্ষী চট্টোপাধ্যায় জানান, ইতোমধ্যে হাসপাতালে এ.আর.আই ক্লিনিক খোলা হয়েছে। ২৪ ঘন্টা চিকিৎসকরা থাকছেন সেখানে। সূত্র : ওয়ান ইন্ডিয়া












