২৯ অক্টোবর ২০২৫

ভরা মৌসুমেও দাম চড়া, ৬০ টাকার নীচে মিলছে না সবজি

এখন সবজির ভরা মৌসুম। তবে ৫০-৬০ টাকার নীচে মিলছে না কোন সবজি। ভরা মৌসুমে চড়া দামে সবজি কিনতে ঘাম ছুটছে ক্রেতাদের। শুক্রবার (১২ জানুয়ারি) চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা ও উপজেলার  বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ৩০/৪০ টাকার শিম বাজারে এখন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। শিমের বিচি ২০০ টাকা ও ফ্রান্স শিমের বিচি বিক্রি হচ্ছে কেজি ১৮০ টাকা দরে।

অন্য বছর এই দিনে শীতকালীন সবজি শিমের কেজি ছিল ২০-২৫ টাকা, এবার তা ৭০-৮০ টাকা। ফুলকপি কেজি ৫০-৬০ টাকা। বাঁধাকপি ৪০-৫০ টাকা। বেগুন বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। বাজারে প্রচুর টমেটো, কিন্তু দাম চড়া। প্রতি কেজি টমেটো ৪০-৫০ টাকা। বরবটি কেজি ৮০-১০০ টাকা। কাঁচা মরিচ ধনিয়া পাতা সকালে এক দর, আবার বিকেলে এক দরে বিক্রি করতে দেখা গেছে। ৫০-৬০ টাকার নীচে মিলছে না কোন সবজি অন্যদিকে আলুর বাজারে অস্বাভাবিক অবস্থা এখনো স্বাভাবিক হয়নি। গত বছর এইদিনে আলুর কেজি ছিল ২০-২৫ টাকা। কিন্তু এবার ভরা মৌসুমে আলু কিনতে হচ্ছে ৬৫- ৭০ টাকায়। আলুর দাম না কমাতে অন্যান্য সবজির দাম কমছেনা বলে অনেকেই মনে করছেন।

প্রতি বছর শীত মৌসুমে বাজারে সবজির দাম সবচেয়ে কম থাকলেও এবার বাজারের চিত্র উল্টো।
অপরদিকে গত কয়েক সপ্তাহ থেকে ব্রয়লার মুরগির দাম বেড়ে  প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা দরে। আর ডিমের দর গত সপ্তাহের তুলনায় ডজনে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকা দরে।

তরকারি বিক্রেতা মো. হারুন বাংলাধারাকে জানান, অসময়ে বৃষ্টি হওয়ায় ক্ষেতে নষ্ট হয়েছে শাকসবজি। এরমধ্যে কয়েকদিন ভোটের কারণে সবজির সরবরাহ কমেছে। পাশাপাশি গত মাসে প্রচুর বৃষ্টিপাতের কারণে সে সময় দাম বেড়ে গেছে, যা এখনো স্বাভাবিক হচ্ছে না।

রমজান আসতে এখনও বাকি আছে দুই মাসের বেশি। তবে এরই মধ্যে বাড়তে শুরু করেছে ছোলার দাম। এক সপ্তাহের ব্যবধানে ডালজাতীয় খাদ্য পণ্যটির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। একই সঙ্গে ছোলার ডাল, মুগডাল, অ্যাংকরসহ প্রায় সব ধরনের ডালের দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত।

মো. সাজ্জাদ হোসেন নামের এক শিক্ষার্থী বলেন,  বাংলাদেশের অধিকাংশ মানুষ নিম্নমধ্যবিত্ত। এদেশের সিংহভাগ মানুষ দিনে আনে দিন খায়। এমতাবস্থায় নিত্যপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির ফলে এসব মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। নিত্যদিনের প্রয়োজনীয় সব দ্রব্যের মূল্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সেই তুলনায় মানুষের আয় বাড়ছে না। লাগামহীন মূল্যবৃদ্ধির ফলে দেশের সিংহভাগ মানুষ তাদের চাহিদা মেটাতে অক্ষম হয়ে পড়ছে।  বিশেষ করে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে দিনমজুর ও শ্রমজীবী মানুষের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে।

পৌরসভার রেলবিট এলাকায় সবজির দোকানে বাজার করতে আসেন সত্তরোর্ধ্ব বৃদ্ধ আলি আহমদ। তিনি বলেন, বাজারে ঢুকলে প্রেসার বেড়ে যায়। প্রতিটি জিনিসের দাম লাগামহীন। শীতের এই সময়ে এত দামে কেউ কখনো সবজি কেনেননি। বছরের অন্যান্য সময়ের চেয়ে শীতকালে সবজির দাম কম থাকবে এটা সবার জানা কিন্তু এখনো  সব ধরনের সবজির দাম বাড়তি। সবকিছুই প্রায় দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। সামান্য অজুহাতে বেড়ে যায় দাম। যা নিয়ন্ত্রণ করতে পারে না সংশ্লিষ্টরা আর বিপদে পড়ি আমাদের মতো সাধারণ ক্রেতারা। বাজারে যে সবজির দাম চলছে, তা সাধারণ মানুষের উপর অত্যাচার ছাড়া আর কিছুই না।

আরও পড়ুন