বাংলাধারা ডেস্ক »
ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নির্দেশ দেন।
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, আজকের সভায় দ্রব্য মূল্যের বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে। পণ্যের দাম কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে বোরো মৌসুমে যেখানে চালের দাম কমার কথা সেখানে এমন দাম বৃদ্ধি কারণ দ্রুত চিহ্নিত করে একশনে যেতে বলা হয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষকে। এবং অনুমোদন ছাড়া যেসব ব্যবসাপ্রতিষ্ঠান চালের ব্যবসা করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া এবং চালের অবৈধ মজুত ঠেকাতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।













