চবি প্রতিনিধি »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চিরসবুজ, পাহাড়বেষ্টিত ও দেশের সর্ববৃহৎ শাটলের এ ক্যাম্পাসে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে চবিস্থ সুবর্ণচর স্টুডেন্টস এসোসিয়েশন।
সংগঠনের নেতৃবৃন্দ জানায়, সুবর্ণচর থেকে আগত ভর্তিচ্ছুদের স্বেচ্ছায় সহযোগিতা করবে এসোসিয়শন। এর জন্য কোন বিনিময় নেওয়া হবে না।
এসোসিয়েশনের সভাপতি আজমির হোসেন শাহীন বলেন, ছেলেদের রাখার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক প বিভিন্ন কটেজে রাখার ব্যবস্থা করেছি। বিনা ভাড়ায় আগতরা এখানে থাকতে পারবে। ভর্তিচ্ছু মেয়েদেরকে রাখার জন্যও সুব্যবস্থা করেছে এসোসিয়েশন।
তিনি বলেন, প্রতি বছর সুবর্ণচর থেকে আগত ভর্তিচ্ছুদের সহযোগিতা করে আসছে অরাজনৈতিক সেবামূলক এই সংগঠনটি। উল্লেখ্য, আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে চবির ভর্তি পরীক্ষা। ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম।
বাংলাধারা/এফএস/টিএম













