সীতাকুণ্ড প্রতিনিধি »
চট্রগ্রামের সীতাকুণ্ড ভাটিয়ারী উপকূলীয় এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৫০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর ২টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সাগরে জোয়ারের পানিতে ভেসে আসা লাশটি দেখে স্থানীয় জেলেরা ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান মো. নাজীম উদ্দিনকে জানালে তিনি বিষয়টি সীতাকুনণ্ড থানাকে অবহিত করেন।
পরে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ সাগরে ভাসমান অবস্থা থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ভাটিয়ারী সাগড় পাড়ে লাশ পাওযার খবর পেয়ে ওসি (তদন্ত) সুমন বনিক ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই.এম তৌহিদুল করিম জানালে তিনি ঘটনাস্হলে গিয়ে লাশটি উদ্ধার করেন। ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি লাশটি দেখে ধারণা করছেন, লাশটি কয়েকদিন আগের। কিছুটা বিকৃতি হয়ে গেছে।
তাৎক্ষণিক লাশের কোন পরিচয় পাওয়া যায়নি এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি সুমন বনিক।













