২৪ অক্টোবর ২০২৫

ভাটিয়ারী গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের দ্বিতীয় সাইফ পাওয়ারটেক গল্ফ টুর্নামেন্ট -২০২৫

ভাটিয়ারী

অনুষ্ঠিত হয়েছে ভাটিয়ারী গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবে  দ্বিতীয় সাইফ পাওয়ারটেক গল্ফ টুর্নামেন্ট।

শুক্রবার ভাটিয়ারী গল্ফ ক্লাবে টুর্নামেন্টের উদ্ভোধন করেন বিগ্রেডিয়ার জেনারেল রেজাউল করিম, এনডিসি, পিএসসি ষ্টেশন কমান্ডার, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন হিসাব) ভাটিয়ারী গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাব স্পন্সর প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লি. এর নির্বাহী পরিচালক (প্রশাসন লজিস্টিকস) মেজর (অব🙂 ফারুখ আহমেদ খান। খেলার পৃষ্ঠপোষকতায় ছিলেন সাইফ পাওয়ারটেক লি.

খেলা শেষে জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন মেজর জেনারেল খন্দকার মো. শাহীদুল এমরান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল কমান্ডেন্ট বাংলাদেশ মিলিটারী একাডেমি স্পন্সর প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লি. এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন

মোট ১৯২ জন গল্ফার বিভিন্ন ক্যাটাগরিতে এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করেন

খেলায় বিভিন্ন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন মেজর নিহার রঞ্জন সরকার, ডা. আক্তার হোসেন, মিস মাহিয়া মহসিন উদ্দীন, মাষ্টার মুহতাসিম ইসলাম। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ্যাফেল ড্র অনুষ্ঠিত হয়

আরও পড়ুন