বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের ভাটিয়ারি বিএমএ গেট এলাকায় গোয়ালিনী ব্রান্ডের সামাননাজ কনডেন্সড মিল্ক লিমিটেডের একটি স্ক্র্যাপ পণ্যের গুদামে আগুন লাগার ঘটনা ঘটে।
মঙ্গলবার (১২ মে) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কবির হোসেন জানান, ভাটিয়ারিতে পণ্যের গুদামে আগুন লাগার খবর পেয়ে কুমিরা ও আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে ৪টি গাড়ি পাঠানো হয়। এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। মশার কয়েল বা বিড়ি-সিগারেটের উচ্ছিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি।
অগ্নিকান্ডে প্রায় ২ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম












