৪ নভেম্বর ২০২৫

ভাটিয়ারীতে আ’লীগের সম্মেলন পন্ড করতে ভাড়ায় এসে অস্ত্রসহ আটক ৫ সন্ত্রাসী

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারীতে ওয়ার্ড আওয়ামী লীগের একটি সম্মেলনে হামলা চালাতে আসা ৫ তরুণকে অস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (২ নভেম্বর) বিকেলে ভাটিয়ারী ইউনিয়নের ৩ নং জাহানাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা ছিল। বিকেল ৪ টার দিকে একটি মাইক্রো বাসে চড়ে আসা কিছু বহিরাগত তরুণ মাদামবিবির হাট এলাকায় এসে সম্মেলন কোথায় হচ্ছে জানতে চাইলে এলাকাবাসীর সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে অসংলগ্ন উত্তর দিলে এলাকাবাসী মাইক্রো বাসটিকে ঘিরে তরুণদের আটক করার চেষ্টা করে। এসময় অস্ত্রের মুখে ৬-৭ জন পালাতে সক্ষম হলেও ৫ জনকে আটক করে এলাকাবাসী।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৪টি রকেট প্লেয়ার সহ ৫ তরুণকে আটক ও তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করেছে। আটককৃতরা হলো- আবদুর নুর বাবু, মিজান, টিপু, রেজওয়ান, হেলাল। তারা সবাই ওই ওয়ার্ডে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মুসলিমের পক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসী বলে জানা গেছে।

এ ওয়ার্ডে একক সভাপতি প্রার্থী ছিলেন নাঈম। সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম রনি ও মুসলিম। সভাপতি নিশ্চিত হওয়ার পর ওই ওয়ার্ডে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোনীত করতে দুই প্রার্থীকে নিয়ে বসেন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইফুল ইসলাম রনি বলেন, প্রতিপক্ষ প্রার্থীর ভাড়াটিয়া সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে সম্মেলনে হামলা করতে এসেছিলো। কিন্তু স্থানীয় জনতা তা প্রতিরোধ করে সন্ত্রাসীদের আটক করে পুলিশে দিয়েছে। তবে অপর প্রার্থী মো. মুসলিম উদ্দিন বিষয়টি অস্বীকার করে বলেন, এ ঘটনার সাথে তার কোন সম্পৃক্ততা নেই।

স্থানীয় সূত্র জানিয়েছে, মো. মুসলিম উদ্দিন জাহানাবাদ এলাকার বাসিন্দা উপজেলা আ’লীগের স্বাস্হ্য বিষয়ক সম্পাদক এস. এম ইউসুফের পছন্দের প্রার্থী। তবে স্থানীয় নেতাকর্মীরা সাইফুল ইসলাম রনিকে সমর্থন দেয়ায় অনেকটা ঘোষনা দিয়েই তিনি সম্মেলন পন্ড করতে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে হামলা করার পরিকল্পনা করেন। এনিয়ে বেশ কয়েকদিন ধরেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, জাহানাবাদ ওয়ার্ডে সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় সম্মেলন শুরু হওয়ার আগেই প্রার্থী নির্বাচনে স্থানীয় নেতৃবৃন্দের সাথে সমঝোতা বৈঠকে বসেছিলাম। বৈঠকের এক পর্যায়ে খবর পাই সম্মেলনে হামলা করতে আসা অস্ত্রধারী কিছু সন্ত্রাসীকে এলাকাবাসী আটক করেছে। পরে অনাকাঙ্খিত সংঘর্ষ এড়াতে সম্মেলন স্থগিত করা হয়েছে। কারা কেন এই অস্ত্রধারীকে ভাড়াটিয়া হিসাবে এনেছে তা আমার জানা নেই। তবে বিষয়টি খুবই দু:খজনক বলে মন্তব্য করেন তিনি।

সীতাকুন্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ হোসেন মোল্লা বলেন, সম্মেলনে হামলা করতে আসা ৫ তরুণকে একটি পিস্তলসহ আটক করা হয়েছে। সন্ত্রাসীদের ব্যবহৃত মাইক্রোটিও জব্দ করাসহ ঘটনাস্থল থেকে ৪টি রকেট প্লেয়ার ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন