৩০ অক্টোবর ২০২৫

ভারতীয় শাড়ি-লেহেঙ্গাসহ দুই চোরাকারবারি র‌্যাবের হাতে ধরা

বাংলাধারা প্রতিবেদক »

বিপুল পরিমাণ চোরাই ভারতীয় শাড়ি ও লেহেঙ্গাসহ দুই চোরা কারবারিকে আটক করেছে র‌্যাব-৭।

বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফেনী জেলার ছাগলনাইয়া এলাকায় থেকে এসব কাপড়সহ তাদের আটক করা হয়।

আটক দুইজন হলো— ফেনীর ছাগলনাইয়া থানার পূর্ব মধূগ্রাম এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. এরফান উদ্দিন (২২) এবং একই থানার পশ্চিম ছাগলনাইয়া এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. ফজলুল কাদের (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর ছাগলনাইয়া এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিকআপ ও নোয়া গাড়ী থেকে চোরাই ১ হাজার ১০৫ পিস ভারতীয় শাড়ি এবং ৪৩ পিস ভারতীয় লেহেঙ্গা উদ্ধার করা হয়। এছাড়া পিকআপ ও নোয়া গাড়ী জব্দ করা হয়।

র‌্যাব সহকারী পরিচালক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী দেশ ভারত থেকে অবৈধ উপায়ে বিভিন্ন কাপড় সংগ্রহপূর্বক বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত চোরাই কাপড়ের আনুমানিক মূল্য ১৯ লাখ টাকা।

আটকদের উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন