৮ ডিসেম্বর ২০২৫

ভারতের পার্লামেন্টে হামলার চেষ্টা, অস্ত্রসহ যুবক আটক

ভারতের পার্লামেন্ট ভবনে অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করেছেন এক যুবক। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তি ভারতের বিতর্কিত ধর্মীয় নেতা রাম রহিমের সমর্থক।

আজ সোমবার সকালে ধারাল অস্ত্র হাতে পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টাকালে নিরাপত্তা রক্ষীরা সাগর ইনসা (২৫) নামে ওই ব্যক্তিকে আটক করে। পরে পুলিশে খবর দিলে তারা ওই ব্যক্তিকে তাদের জিম্মায় নেয়।

দিল্লি পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে ওই যুবক একটি বাইক নিয়ে হঠাৎ পার্লামেন্ট ভবনে প্রবেশ করার চেষ্টা করেন। এ সময় হাতে একটি ধারাল ছুরি নিয়ে রাম রহিমের নামে স্লোগান দিচ্ছিলেন তিনি। অবশ্য তিনি সংসদ ভবনে ঢুকে কারো ওপর হামলা করার আগেই তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, ওই যুবককে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে তিনি দিল্লির লক্ষ্মীনগর এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন। তিনি ডেরা সাচ্চা সৌদার প্রাক্তন প্রধান তথা বাবা রাম রহিমের সমর্থক। রাম রহিমের বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ মিথ্যা বলে দাবি করে তাকে গ্রেপ্তার এবং জেল হওয়ার প্রতিবাদেই সংসদে ঢুকে বিক্ষোভ করতে চেয়েছিলেন ওই ব্যক্তি।

তিনি যে বাইকে করে এসেছিলেন, সেটি জব্দ করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

সূত্র : আমাদের সময়

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন