২৪ অক্টোবর ২০২৫

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ মিরপুরে

ক্রীড়া ডেস্ক »

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ফিরেই ব্যস্ত হয়ে যেতে হবে বাংলাদেশ দলকে। ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে সফরে আসবে ভারত। তিন ওয়ানডের পাশাপাশি দ্বিতীয় টেস্ট হবে মিরপুরে।

বৃহস্পতিবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফর সূচি প্রকাশ করে জানায়, ১ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবে ভারত। ২০১৫ সালের পর প্রথম বাংলাদেশে সিরিজ খেলতে আসছে ভারত।

৪, ৭ ও ১০ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ওয়ানডে তিনটি। ২০১৫ সালে দুই দলের সবশেষ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

১৪ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট মিরপুরে শুরু ২২ ডিসেম্বর।

২০১৫ সালে সবশেষ বাংলাদেশে টেস্ট খেলেছিল ভারত। বৃষ্টির বাগড়ায় ড্র হয়েছিল সেই ম্যাচ। এবারের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

আরও পড়ুন