২৫ অক্টোবর ২০২৫

ভারতে অনুপ্রবেশকালে ১২ বাংলাদেশি ধরা

অবৈধভাবে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরায় অনুপ্রবেশকালে  নারী ও শিশুসহ ১২ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

সোমবার মধ্যরাতে উপজেলার নলুয়াটিলা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান বিজিবি রামগড়-৪৩ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেন।

আটকরা হলেন- ফটিকছড়ির উত্তর ধুরুং গ্রামের বাসিন্দা গোপি নাথ (৫৭), তার স্ত্রী রুপালী রানী নাথ (৪৩), ছেলে কৃষ্ণ নাথ (২১), সঞ্জয় নাথ (৪০), তার ১২ বছরের ছেলে, একই এলাকার মুক্তা দে (৪৩), তার দুই মেয়ে ঈশিতা দত্ত (২৫) ও পুষ্পিতা দত্ত (২০), ফকিরহাটের ইমামনগর গ্রামের বাসিন্দা প্রদীপ কান্তি নাথ (৪৫) এবং কক্সবাজারের মহেশখালীর খোয়ানখ গ্রামের অর্নব কুমার দে (৩৭), তার স্ত্রী রাজশ্রী দেবী (৪৩) ও তাদের চার বছরের ছেলে।

বিজিবি জানায়, সোমবার রাত ১টার দিকে ফটিকছড়ির নলুয়াটিলা বিওপির নায়েক সুবেদার মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল নিয়মিত কার্যক্রম পরিচালনার সময় নলুয়াটিলা এলাকা থেকে ওই ১২ জনকে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় আত্মীয়ের বাড়িতে বিয়ের নিমন্ত্রণে অংশ নিতে যাচ্ছিলেন বলে জানান লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেন।

তিনি বলেন, “এক দালালের মাধ্যমে তারা সীমান্ত পর হচ্ছিলেন। এ জন্য তাদের কাছ থেকে ৫৫ হাজার টাকা নেন ওই দালাল।”

বর্তমানে ভারত ভিসা সীমিত করে দেওয়া বাধ্য হয়ে তারা দালালের মাধ্যমে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান সৈয়দ ইমাম হোসেন।

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের ফটিকছড়ির ভূজপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

আরও পড়ুন