২৪ অক্টোবর ২০২৫

ভারতে আটক ৮৮ জেলে দেশে ফিরলেন

বাঁশখালী প্রতিনিধি »

দীর্ঘ সাড়ে ছয় মাস ভারতে আটক বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নের ৩২ জনসহ মহেশখালী ও কুতুবদিয়ার মোট ৮৮ জেলে দেশে ফিরেছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উদ্যোগে ভারতে আটকে পড়া ৮৮ জন জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ সময় এফবি সোনার মদিনা-২ নামের মাছ ধরার ট্রলারও নিয়ে আসা হয়।

জানা যায়, সোমবার (২৯ আগস্ট) বিকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নিকট বাংলাদেশি জেলেদের হস্তান্তর করেছে ভারতীয় কোস্টগার্ড বিএসএফ।

এ বিষয়ে ভারতের কারাগারে আটক বাঁশখালীর শাহ আলম মাঝি মুঠোফোনে বলেন, ‘সোমবার সন্ধ্যা ৬ টার সময় ভারতীয় কোস্টগার্ড বিএসএফ বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিকে আমাদের হস্তান্তর করে। এসময় আমরা ছাড়াও কুতুবদিয়ার ২৯ জন, মহেশখালীর ২৭ জনসহ মোট ৮৮ জন জেলেকে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, সন্ধ্যায় তারা বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগরে পৌছান। বর্তমানে তারা বঙ্গোপসাগরে আসার পথে। বুধবার (৩১ আগস্ট) সকাল ১১টা নাগাদ বাঁশখালী এসে পৌঁছাতে পারবেন তারা।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঘন কুয়াশার কারনে ভারতে প্রবেশ করলে বাঁশখালীর ৩২জেলেকে ট্রলারসহ আটক করে ভারতীয় কোস্ট গার্ড বিএসএফ। এর দীর্ঘ সাড়ে ছয় মাস বা ২০০দিন পর মুক্তি পায় জেলেরা।

আরও পড়ুন