আন্তর্জাতিক ডেস্ক »
ভারতের উত্তরপ্রদেশে ভারি বৃষ্টিপাতের ফলে দেয়াল-ঘর ধসে ও বজ্রপাতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১১ জন আহত হয়েছেন। এ পরিস্থিতিতে আলিগড়ে স্কুল বন্ধ ঘোষণা করেছে প্রদেশটির সরকার। খবর এনডিটিভি।
এদিকে ভারি বৃষ্টিপাতের ফলে হরিয়ানা প্রদেশের গুরগাঁওয়ের স্কুলগুলো বন্ধ করা রয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) থেকে অবিরাম বৃষ্টিপাতের ফলে ব্যক্তিগত এবং করপোরেট অফিসগুলো বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। এছাড়া রাজধানী দিল্লির একাংশ এলাকাও প্লাবিত হয়েছে।
বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, উত্তরপ্রদেশের কিছু অংশে ভারি বৃষ্টিপাতের ফলে দেয়াল-ঘর ধসে ও বজ্রপাতে অন্তত ১৩ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। এছাড়া ফিরোজাবাদে স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে এবং আলিগড়ে স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার।
গতকাল বৃহস্পতিবার এক সরকারি আদেশে বলা হয়, বৃষ্টির কারণে গৌতম বুদ্ধ নগরের নয়ডা এবং গ্রেটার নয়ডা জুড়ে অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল বন্ধ থাকবে। আবহাওয়া অধিদফতরের প্রবল বৃষ্টিপাতের সতর্কতার পর এই আদেশ জারি করা হয়।













