২৪ অক্টোবর ২০২৫

ভারতে হোলি উৎসব ঘিরে ঢেকে দেওয়া হলো মসজিদ

শুক্রবার ( ১৪ই মার্চ) শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের হোলি উৎসব। এই দিন কে কেন্দ্র করে ভারতের উত্তর -প্রদেশে সোবহাল জেলায় ঢেকে দেওয়া হয়েছে ১০টি মসজিদ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনের মাধ্যমে এমন তথ্য জানা গেছে । গত ষাট বছরের ইতিহাসে এবার পবিত্র জুমার দিনে পালিত হবে হোলি উৎসব। উৎসব কে ঘিরে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তাই প্রশাসনের বাড়তি সতর্কতা।

এদিকে শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজ এবং ‘চৌপাই’ শোভাযাত্রার সময় পরিবর্তন করার জন্য একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যাতে এই দুটি আনুষ্ঠানিকতা একই সময়ে অনুষ্ঠিত না হয়।

এ অনুসারে, শুক্রবারের নামাজ হোলি শোভাযাত্রার আগে অথবা পরে অনুষ্ঠিত হবে। ব্রিফিংয়ে সম্ভলের পুলিশ কর্মকর্তা শ্রীশ চন্দ্র বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং দুই সম্প্রদায়ের উৎসব পূর্ণ আনন্দ ও উল্লাসের সঙ্গে উদযাপন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই কর্মকর্তা আরও বলেন, “চৌপাই শোভাযাত্রার প্রস্তাবিত রুটে মোট দশটি মসজিদ চিহ্নিত করা হয়েছে। দুই সম্প্রদায়ের মধ্যে কোনো ধরনের ঝামেলা বা উত্তেজনা রোধ করার জন্য সেগুলোর সবকটিই ঢেকে দেওয়া হবে।”

এআরই/এমএস/বাংলাধারা

আরও পড়ুন