ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। এয়ার ইন্ডিয়ার একটি বিমান, যাতে ২৪২ জন আরোহী ছিলেন, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা থেকে ২টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই, এএনআই ও গুজরাট পুলিশ কন্ট্রোল রুম জানিয়েছে, বিমানে ছিলেন ১৩৩ জন যাত্রী এবং বাকিরা বিমানকর্মী। দুর্ঘটনার ফলে হতাহতের সংখ্যা এখনও সরকারিভাবে প্রকাশ করা না হলেও, লোকালয়ে বিমানটি ভেঙে পড়ায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
বিমান বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায় এবং আকাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া, যা কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা গেছে।
ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনীর অন্তত সাতটি ইউনিট। আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন সিভিল হাসপাতালে ভর্তি করা হচ্ছে। ঘটনাস্থলের আশপাশের রাস্তা বন্ধ রাখা হয়েছে যেন উদ্ধার কাজ ও তদন্ত কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পরিচালনা করা যায়।
এনডিটিভি জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের বার্মিংহামের উদ্দেশে যাত্রা শুরু করেছিল।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তদন্ত চলছে। দেশজুড়ে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
এআরই/বাংলাধারা