২৩ অক্টোবর ২০২৫

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী: স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক »

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন পার্লামেন্টের স্পিকার। তিনি জানিয়েছেন সংবিধানের ৩৭.১ ধারা অনুযায়ী এই নিয়োগের কথা তাকে অবহিত করেছেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। তবে রাজাপাকসের নিজের তরফ থেকে কিছুই জানানো হয়নি। গত কয়েক দিন ধরে শ্রীলঙ্কার যেকোনও ঘোষণা স্পিকার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফ থেকে দেওয়া হচ্ছে।

এদিকে, প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে জড়ো হয়েছে বিক্ষোভকারীরা। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে।

এতে ওই এলাকা ধোয়ায় পূর্ণ হয়ে ওঠে। মানুষ দৌড়ে টিয়ার গ্যাস থেকে রক্ষা পেতে চাইছে। আক্রান্তরা পানি ব্যবহার করে স্বস্তি খোঁজার চেষ্টা করেন।

এক পর্যায়ে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন। তবে সেনা সদস্যদের দেয়াল তাদের ঠেলে সরিয়ে দিয়েছে। নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীরা মুখোমুখি অবস্থান নিয়ে ভেতরে প্রবেশ করতে দেওয়ার দাবি তুলছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় পাহারা দেওয়া সেনা সদস্যরা অস্ত্র নামিয়ে রেখেছেন।

আরও পড়ুন