মানুষ হতে হলে মানুষের জন্য টান থাকতে হবে। তোমাদের এই মানবসেবা দেখে সত্যিই আমি আনন্দিত আর অভিভূত। এভাবে একেকটি ভালো কাজের মধ্য দিয়ে একদিন মানবপ্রেম পৃথিবীময় ছড়িয়ে পড়বে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যরাতে রাউজান উপজেলার দায়ার ঘাটা আল আমিন কমিউনিটি সেন্টারে আকস্মিক সেহরির খাবার তৈরির রান্নাঘর পরিদর্শনকালে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি এসব কথা বলেন। এক পর্যায়ে তিনি নিজেই সেহরির খাবারের প্যাকেট তৈরি করেন।
করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানে ফ্রন্টলাইনে থাকা চট্টগ্রামের ২ হাজার চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরো রমজান মাসজুড়ে সেহরি খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান ও তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। এখন কাজের মাধ্যমেই তার প্রমাণ দিলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান সরোয়ার্দী সিকদার, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, রাউজান উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সুমন দে।
প্রসঙ্গত, করোনাযুদ্ধে প্রাণ হারানো প্রথম চিকিৎসক ডা. মঈনের স্মৃতির প্রতি ভালোবাসা জানিয়ে চট্টগ্রাম শহরজুড়ে এই ব্যতিক্রমী মানবিক কার্যক্রম শুরু করেন রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।
বাংলাধারা/এফএস/টিএম
				












