কক্সবাজার প্রতিনিধি »
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোররাত সোয়া ১টার দিকে হারিয়াখালী এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ১টি এলজি ২টি গুলি উদ্ধার করা হয়।
নিহত মোজাহের (৩৫) সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার হাকিম আলীর ছেলে।
এ ঘটনায় পুলিশের এস আই ইফতেখারুল ইসলাম, কনস্টেবল সিকান্দর ও মাহফুজ আহত হয়েছেন বলে দাবি করেছে টেকনাফ থানার পুলিশ। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জানিয়েছেন, হারিখালীতে সশস্ত্র অপরাধী অবস্থানের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি ঠের পেয়ে তারা গুলি চালায়। গুলিতে পুলিশের সদস্যরা আহত হলে আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুঁড়ে। অল্পক্ষণ পরে গুলির আওয়াজ থামলে ঘটনাস্থলে তল্লাশি করে একজনকে আহতাবস্থায় পাওয়া যায়। তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবকসহ কয়েকজনের বিরুদ্ধে কয়েকমাস আগে এলাকায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যার অভিযোগ রয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম













