বাংলাধারা প্রতিবেদক »
মায়ের ভাষার মর্যাদা রক্ষার দাবিতে জীবন উৎসর্গকারী শহীদদের পরম শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণের মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম কসমোপলিটন এর নেতৃবৃন্দও শহীদের প্রতি শ্রদ্ধা জানান। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে শহীদ মিনারে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন নেতৃবৃন্দ।
জেসিআই এর সভাপতি শান সাহেদ, সাধারণ সম্পাদক ইসমাইল মুন্নাসহ এতে আরো উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল হোসেন, ভাইস প্রেসিডেন্ট আশরাফ বান্টি, ট্রেজারার জুনায়েদ আহমেদ রাহাত, ডিরেক্টরস নাহিদ মইন, ইশতিয়াক চৌধুরী ও আমজাদ হোসেন।
মেম্বারদের মধ্যে ছিলেন ইমন বড়ুয়া, মোবারক আলী,রাহী মাহমুদ, অভি, আব্দুর রহিম, আশরাফ সানি।
এছাড়াও উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ইউনাইটেড এর বর্তমান প্রেসিডেন্ট মো. এজাজুল হাসান খান।













