বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রাম থেকে ৬০০ রোহিঙ্গা নিয়ে নৌ বাহিনীর দুটি জাহাজ ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার পর চট্টগ্রাম বোট ক্লাব থেকে জাহাজ দুটি রওনা হয়।
এর আগে শুক্রবার বিকালে এসব রোহিঙ্গাকে কক্সবাজারের আশ্রয় শিবির থেকে বাসে করে চট্টগ্রামে নিয়ে আসা হয়।
ভাসানচরে অবস্থানরত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি (সিআইসি) নওশের ইবনে হালিম গণমাধ্যমকে বলেন, ‘চট্টগ্রাম থেকে রোহিঙ্গাদের নিয়ে ছেড়ে আসা জাহাজ দুটি দুপুরে দ্বীপে পৌঁছানোর কথা রয়েছে। আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। ভাসানচরে পৌঁছানোর পর তাদের শেল্টারে তুলে দেওয়া হবে।’
শরণার্থীদের চাপ কমাতে দুই বছর আগে কমপক্ষে এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর হাতিয়ার কাছে মেঘনা মোহনার দ্বীপ ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার।
গত বছরের ডিসেম্বর থেকে সাত দফায় প্রায় ২০ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে পাঠায় সরকার। এ ছাড়া গত বছর মে মাসে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে সেখানে রাখা হয়।













