বিনোদন বাংলাধারা :::
ঈদ চলে গেছে দুই সপ্তাহ। এখনও যেন ঈদের আমেজ চলছে নাটকের জগতে। আর এই আমেজে থাকতে থাকতে ভিউয়ের রেকর্ড করলেন তানজিন তিশা।
সাগর জাহান পরিচালিত শেষটা অন্যরকম ছিল-নাটকে অভিনয়ের ঝলকানি দেখালেন তানজিন তিশা। আর এ নাটকটি প্রথম ১১ ঘন্টায় সর্বাধিক ভিউয়ের রেকর্ড হয়েছে। দ্রুতসময়ের মধ্যে ১১ লাখ ভিউ হয়েছে এটি।
ঢাকায় থাকেন মা ও মেয়ে। সেই বাড়িতে থেকে চাকরির সন্ধান করবেন দূর সম্পর্কের কাজিন মোশাররফ করিম। কিন্তু তাকে সহ্য করতে পারেন না তানজিন তিশা। রগচটা, মাথায় আগুন নিয়ে চলা একটি চঞ্চল মেয়ের চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন তিনি। যতই রাগ দেখাক তার মনের ভেতরে আছে ভালোবাসার হাতছানি। আর সেটাই বুঝতে পারে আশ্রিত ছেলেটি। ঘটতে থাকে নানা ঘটনা। আর এসব ঘটনার মধ্যেই প্রেম খুঁজে পান নায়ক-নায়িকা। হঠাৎ করেই মা মারা যাওয়ার পরে বদলে যান তিশা।
বাংলাধারা/এআই













