২৯ অক্টোবর ২০২৫

ভিক্ষা করতে বেরিয়ে ডাম্পার চাপায় লাশ হলেন নারী ভিক্ষুক

কক্সবাজার প্রতিনিধি»

ভিক্ষা করতে বেরিয়ে ডাম্পার চাপায় এক নারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে। জুমাবার হিসেবে একটু বাড়তি ভিক্ষার আশায় ঈদগাঁও এলাকা থেকে কক্সবাজার সদরে এসেছিলেন নারী ভিক্ষুকটি। গাড়ি থেকে নেমে রাস্তাপার হতে গিয়ে মহাসড়কের সদরের জানারঘোনা এলাকায় দ্রুতগামী মিনিট্রাকের (ডাম্পার) চাপায় পড়ে তিনি নিহত হয়েছেন। 

শুক্রবার (২৭ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের জানারঘোনা কক্সবাজার মেডিকেল কলেজ (কমেক) গেইটে এ দূর্ঘটনা ঘটে। 

নিহত নারীর পরিচয় কেউ জানাতে না পারলেও তার বাড়ি ঈদগাঁও এবং প্রায় প্রতি শুক্রবার দূর্ঘটনা কবলিত এলাকায় এসে ভিক্ষা চাইতেন বলে জানিয়েছেন স্থানীয় সমাজকর্মী তারেক আরমান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই নারী রাস্তা পার হতে গেলে দ্রুতগামী ডাম্পারটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

ওয়াকিবহাল মহলের মতে, দূর্ঘটনা ঘটানো ডাম্পারটি রামুর কালা মোস্তফা নামের এক ব্যক্তি। তিনি ‘জেটএমএল’ নামের এক ইটভাটার মালিক। ইট পরিবহন করে ফেরার পথে বেপরোয়া গতির কারণে এটি দূর্ঘটনা ঘটিয়েছে।গাড়িটি রামুর তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির হেফাজতে আছে। 

কক্সবাজার সদর থানার ওসি (অপারেশন) সেলিম উদ্দিন বলেন, নিহতের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। দূর্ঘটনায় নারীর মাথার মগজ বেরিয়ে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় সনাক্ত করা কষ্টকর হচ্ছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন