২৯ অক্টোবর ২০২৫

ভিপি নুরসহ অন্যদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের

বাংলাধারা ডেস্ক »  

ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ অন্যান্য শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

সোমবার(২৩ ডিসেম্বর) মধ্যরাতে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩৫ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি আবুল হাসান।

রোববার ডাকসু ভিপি নুরুল হককে ডাকসুতে তার কক্ষে ঢুকে লাইট বন্ধ করে বাঁশ ও রড দিয়ে পেটান মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। সে সময় নুরুলের সঙ্গে থাকা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ২০ জনকে বেধড়ক মারধর করা হয়। এদের মধ্যে সোমবার রাত পর্যন্ত ১৪ জন হাসপাতালে ভর্তি ছিলেন।

ঘটনার সময় সাধারণ ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক এ পি এম সুহেলকে ডাকসু ভবনের ছাদ থেকে ফেলে দেন হামলাকারীরা । সুহেল হাসপাতালে ভর্তি আছেন। সুহেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কয়েক দফা মারধরের শিকার হন আরেক যুগ্ম আহ্বায়ক ফারাবী।

আহতদের মধ্যে তুহিন ফারাবি আইসিইউতে, ভিপি নুরুল হক নূর ৩৫ নম্বর কেবিনে আর সোহেল, ফারুক ও আমিনুর ৩৬ নম্বর কেবিনে ভর্তি আছেন। এই পাঁচজনের চিকিৎসার বিষয়ে ৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে, নূরসহ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত তূর্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এছাড়া সংগঠনটির সভাপতি বুলবুলসহ বাকি হামলাকারীদের পুলিশ খুঁজছে বলে জানা গেছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন