২৪ অক্টোবর ২০২৫

ভিপি নুরসহ তার অনুসারীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২

বাংলাধারা ডেস্ক »

ডাকসু ভিপি নুরুল হক নুরসহ সাধারণ ছাত্রপরিষদ আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হল, মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত তূর্য।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

এদিকে, ভিপি নুর ও তার অনুসারীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।ওই হামলার জের ধরে সোমবার(২৩ ডিসেম্বর) ক্যাম্পাসে দু-পক্ষের নেতাকর্মীদের মধ্যে ফের সংঘর্ষ কিংবা অপ্রীতিকর কিছু ঘটার আশঙ্কা করা হচ্ছে। এ কারণে যে কোনো ধরনের পরিস্থিত মোকাবেলায় ক্যাম্পাসে ইউনিফর্মধারী অতিরিক্ত পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হয়েছে।

রোববার(২২ ডিসেম্বর)দুপুরে মুক্তিযুদ্ধ মঞ্চ ও সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়।  পরে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে ভিপি নুর ও তার সহযোগীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়।

এতে সাধারণ ছাত্র অধিকার পরিষদের অন্তত ২০ নেতাকর্মী আহত হন। তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এদের মধ্যে গুরুতর আহত তুহিন ফারাবীর (২৫)কে লাইফ সার্পোটে নেয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থার উন্নতি হওয়ায় সোমবার সকালে তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছে । ডাকসুর ভিপি নুরসহ বাকি দুজনের অবস্থা আগের চেয়ে ভাল।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন