চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৭ জানুয়ারি) উপজেলার ভূজপুর থানাধীন পাটিয়ালছড়ি ও নাইচ্ছার ঘাট (বারমাসিয়া) হালদাপাড় এলাকায় এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, ওই এলাকায় মেশিনের সাহায্যে হালদা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. শহিদুল আলম মানিক (৩৮) নামের এক ব্যক্তিকে বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্লাস্টিকের হোস পাইপ, মেশিনসহ বেশকিছু সরঞ্জাম ও উত্তোলিত বালু পরিবহনে ব্যবহৃত একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়।













