বিনোদন ডেস্ক »
বিয়ের পর প্রথম বড় পর্দায় আসছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।এবার ভূতের চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন তিনি। হরর কমেডি ছবিটির নাম ‘ফোন ভূত’। এই ছবিতে তার সঙ্গে আছেন ঈশান খাত্তার ও সিদ্ধান্ত চতুর্বেদী। ছবিটিতে আত্মারাম চরিত্রে দেখা যাবে জ্যাকি শ্রফকে।
সোমবার ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ক্যাটরিনাকে প্রশ্ন করা হয় তিনি নিজে ভূতের ছবি দেখেন কি না, জবাবে এই নায়িকা বলেন, ‘ভৌতিক ছবি দেখতে আমি খুবই ভয় পাই। আর আমার সামনে যদি কখনো জ্যান্ত ভূত আসে, তাহলে আমি সেখানেই মারা যাব।’
চলতি বছরের শুরুতে বলিউডে মুক্তি পাওয়া হরর কমেডি ঘরাণার ‘ভুল ভুলাইয়া টু’ ছবিটি ব্যবসায়িক সাফল্য পেয়েছে। তাই ‘ফোন ভূত’ ছবিটি নিয়েও নির্মাতারা আশাবাদী।
গুরমীত সিং পরিচালিত ‘ফোন ভূত’ ছবিটি মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর। ছবিটি প্রযোজনা করেছে রিতেশ সিদ্বানী ও ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট। ছবির কাহিনী লিখেছেন রবি শঙ্করান ও জসবিন্দর সিং বাথ।
বাংলাধারা/এসআরটি













