১৭ ডিসেম্বর ২০২৫

ভূমধ্যসাগরে ভাসতে থাকা ২৬৪ বাংলাদেশি উদ্ধার

বাংলাধারা ডেস্ক  »

ভূমধ্যসাগর থেকে ২৬৪ জন বাংলাদেশিকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে তিউনিশিয়ার কোস্ট গার্ড। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে মিসরের তিন নাগরিককে। লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধপথে ইউরোপে যাওয়ার সময় বৃহস্পতিবার (২৪ জুন) তাদেরকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

আইওএম জানিয়েছে, অবৈধভাবে লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে যাওয়ার সময় নৌকার ইঞ্জিন নষ্ট হওয়ায় তারা সাগরে ভাসছিলেন। পরে তাদেরকে লিবিয়া সীমান্তের কাছে তিউনিসিয়ার দক্ষিণাঞ্চলীয় বেন গুয়েরদান বন্দরে নিয়ে যায় দেশটির নৌবাহিনী।

কোস্টগার্ড বলছে, তাদেরকে উদ্ধার করে আইওএম ও আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃতদের তিউনিসিয়ার জেরবা দ্বীপের একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছে আইওএম।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ