১৬ ডিসেম্বর ২০২৫

ভোটকেন্দ্রের বাইরে ‘হঠাও সালাউদ্দিন’ মানববন্ধন

বাংলাধারা স্পোর্টস » 

সকালে এজিএম শেষে দুপুর ২টা থেকে শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চার বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ। ভোট চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ২১ পদকে কেন্দ্র করে ৪৭জন প্রার্থী অংশ নিচ্ছেন এই নির্বাচনে।

নির্বাচনে অংশ নিচ্ছে দুটি প্যানেল। একটি, বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ। অন্যটি শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বে সমন্বয় পরিষদ। এ ছাড়া আছে একাধিক স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনে ২১ পদের বিপরীতে প্রার্থী ৪৭ জন।

এদিকে, নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে কাজী মো. সালাউদ্দিন বিরোধী মানববন্ধন চলছে। সোনারগাঁও হোটেলের সামনে সাবেক ফুটবলার কায়সার হামিদের নেতৃত্বে এক দল তরুণ প্লাকার্ড নিয়ে উপস্থিত হন। এবারের নির্বাচন শুরুর আগ থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সালাউদ্দিন বিরোধী বিভিন্ন পোস্ট চোখে পড়ছিল। রাজধানী ঢাকাসহ দেশের নানা প্রান্তে নতুন নেতৃত্বের দাবিতে মানববন্ধনও করতে দেখা যায়।

বাংলাধারা/এফএস/ইরা 

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ