বাংলাধারা ডেস্ক »
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ভোটারদের কেন্দ্রে আনার জন্য ‘ফ্রি পরিবহন’ সার্ভিসের ব্যবস্থা করেছেন প্রার্থীরা। শনিবার সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড ঘুরে ভোটারদের জন্য এসব পরিবহন সার্ভিসের দেখা মিলেছে।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক ব্যাটারিচালিত অটোরিকশা স্থানীয় কাউন্সিলর প্রার্থীদের পোস্টার দিয়ে ঢাকা। অটোরিকশাগুলো বিভিন্ন মোড়ে ভোটারদের জন্য অপেক্ষা করছে। এসব অটোরিকশা তদারকি করছেন প্রার্থীদের স্থানীয় কর্মীরা।
৬২ নম্বর ওয়ার্ডের খানবাড়ী এলাকায় ভোটারদের রিকশায় তুলে দিচ্ছিলেন শফিকুল ইসলাম। তিনি বলেন, ভোটারদের আমরা বিনাভাড়ায় ভোটকেন্দ্রে পৌঁছে দিচ্ছি। সারাদিনের জন্য রিকশা ভাড়া করা আছে।
নুরুল ইসলাম বলেন, নেতারা কইছে, ভোটার নিয়ে যাওয়ার জন্য। কত টাকা দিব তা এখনও বলেনি, টাকা বিকালে দিব।
কাউন্সিলর প্রার্থী শামসুদ্দিন ভূঁইয়া সেন্টুর পোস্টার লাগানো অটোরিকশাচালক মিজানুর রহমান বলেন, সকাল থেকে ভোটার টানতাছি। টাকা পয়সার কথা কিছু কয় নাই। রাইতে দিব কইছে।
উল্লেখ্য, ঢাকার দুই সিটিতে (উত্তর ও দক্ষিণ) শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ইভিএমের মাধ্যমে এ ভোটগ্রহণ চলছে। ঢাকার দুই সিটি নির্বাচনে ব্যবহার হচ্ছে ২৮ হাজার ৮৭৮টি ইভিএম।
বাংলাধারা/এফএস/টিএম













