১ নভেম্বর ২০২৫

ভোটার উপস্থিতি ভালো না : সিইসি

বাংলাধারা ডেস্ক »  

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে উত্তরার আই ই এস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি এ কেন্দ্রে ভোট দেন।

এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভোটার উপস্থিতি নিয়ে সিইসি বলেন, ভোটার উপস্থিতি এখন পর্যন্ত ভালো না। আমি আসার সময় দুটি কেন্দ্র পরিদর্শন করেছি। তবে দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে হয়তো ভোটারদের উপস্থিতি বাড়বে।

নির্বাচনের সুষ্ঠু পরিস্থিতি নিয়ে সিইসি বলেন, আমরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করেছি। যেন ভোটাররা নিরাপদে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করেছি।

ভোট কেন্দ্র দখল প্রসঙ্গে গণমাধ্যমকে নূরুল হুদা বলেন, আমি এ ধরনের অভিযোগ আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমেই প্রথম জানলাম। এ ধরনের পরিস্থিতি দেখলে আইনশৃঙ্খলা বাহিনী আইনগত ব্যবস্থা নেবে।

কেন্দ্র থেকে পোলিং এজেন্ট সরিয়ে দেওয়া প্রসঙ্গে সিইসি বলেন, কাউকে জোরপূর্বক সরিয়ে দিলেও তিনি সরে যাবেন না। সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করবেন এবং কর্তব্যরত পুলিশকে বিষয়টি জানাবেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ