২৯ অক্টোবর ২০২৫

ভোটের দিন অফিস অর্ধদিবস, গাড়ি চলবে সীমিত : সিইসি

বাংলাধারা প্রতিবেদন »

ভোটের দিন অর্ধদিবস অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ভোটারদের কেন্দ্রে টানতে সীমিত আকারে নগরে যান চলাচলের অনুমতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সিটি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নির্বাচনের দিন আমরা সাধারণত সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত দেই। কিন্তু যেহেতু ২৬ মার্চ থেকে ২৯ মার্চ টানা কয়েক দিনের ছুটি। এ অবস্থায় আমরা যদি নির্বাচনের দিন অফিস বন্ধ রাখি তাহলে চার-পাঁচ দিনের একটি ছুটির ফাঁদে পড়বেন ভোটাররা। তখন তারা নির্বাচনকে প্রাধান্য না দিয়ে, যার যার বাড়ি চলে যেতে পারেন। এ প্রেক্ষাপট বিবেচনা করে নির্বাচনের দিন আধাবেলা অফিস খোলা থাকবে, বিকেলের দিকে বন্ধ থাকবে।

সিইসি কে এম নূরুল হুদা বলেন, নির্বাচনে বড় অভিযোগ- ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া। তবে কোনো পোলিং এজেন্ট নিজ দায়িত্বে যখন ভোটকেন্দ্রে প্রবেশ করবেন তখন তাদের নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলাবাহিনীর।

তিনি আরও বলেন, এজেন্টদের ব্যাপারে আমরা অত্যন্ত আগ্রহী। আপনারা জোরপূর্বক হলেও কেন্দ্রে এজেন্ট পাঠাবেন। সুষ্ঠু ভোটের জন্য এজেন্ট দরকার। নির্বাচনকে সুষ্ঠু, নিরপক্ষে করবো, অবাধ করবো।

বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার মাহাবুবর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান, সহকারী রিটার্নিং অফিসার মনির হোসেন খান, সেনা, নৌ, বিমান বাহিনীসহ জেলার সিনিয়র কর্মকর্তারা।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন