১১ নভেম্বর ২০২৫

ভোলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে ছায়েম-আকতার

ভোলা প্রতিনিধি »

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভোলা জেলার কমিটি ঘোষণা করা হয়েছে। মো. আবু ছায়েমকে সভাপতি ও মো. আকতার হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটি।

সোমবার (২৫ জুলাই) আগামী ৩ বছরের জন্য স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত প্যাডে এই কমিটি ঘোষণা করেন।

ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে এবিএম সিদ্দিকী পারভেজ, মো. হাসান লিটন, মো. সাইফুল ইসলাম নয়ন, মো. সাখাওয়াত হোসেন রনি, মো. ফজুল কাদের, সামছুল আলম শিপন, আমিনুল ইসলাম কচিকে সহ-সভাপতি, মো. আবিদুল আলম আবিদ, আকবর হোসেন, ইসমাইল হোসেন নয়নকে যুগ্ম সাধারণ সম্পাদক, মো. ইব্রাহীম চৌধুরী পাপন, হাবিব উল্লাহ রোকন, মমিনুল একরাম মুবিনকে সাংগঠনিক সম্পাদক, মেহেদী হাসানকে গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক করা হয়।

নবর্নিাচিত এই কমিটিকে আগামী ৩০ সেপ্টেম্বর-২০২২ এর মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা প্রদানের নির্দেশ করেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

নবনির্বাচিত ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটিকে স্যোসাল মিডিয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতাকর্মীরা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ