২৪ অক্টোবর ২০২৫

ভ্যাকসিন নিয়ে বিড়ম্বনায় চবির আবাসিক শিক্ষার্থীরা

চবি  প্রতিনিধি  »

বর্তমান বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের আক্রমণ রোধে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যৌথ নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের ভ্যাক্সিনেশনে প্রাধান্য দেওয়ার কথা থাকলেও এই সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ আবাসিক শিক্ষার্থীর।

জানা যায়, ভ্যাকসিন প্রদানের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ২রা মার্চ সকল আবাসিক শিক্ষার্থীদের কাছ থেকে এনআইডি কার্ডের ফটোকপি ও অন্যান্য তথ্যাদি জমা নেয়। পরবর্তীতে ৪ঠা মার্চ বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেইজ “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়” এ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে শুধুমাত্র আবাসিক ও অনুমতিপ্রাপ্ত শিক্ষার্থীদের গুগল ফর্ম পূরণ করে ভ্যাকসিনের জন্য আবেদন করার নির্দেশ দেয়। পরবর্তীতে একই তারিখে অন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সকল অনাবাসিক শিক্ষার্থীদের আবেদন করারও নির্দেশ দেয়। যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেছিল তাদের আবেদন করা থেকে বিরত থাকতে বলা হয়।

বর্তমানে ভ্যাক্সিনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক চালুকৃত সুরক্ষা অ্যাপসে যে সকল আবাসিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের নির্দেশ অমান্য করে পরবর্তীতে আবেদন করে তারা আবেদন করতে পারলেও যারা বিরত থাকে তাদের কেউ সুরক্ষা অ্যাপসে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারছে না। যার কারণে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ আবাসিক শিক্ষার্থীর ভ্যাকসিন না পাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী রিজওয়ান আহমেদ জানান, আবাসিক শিক্ষার্থী হয়েও সকল নির্দেশনা মেনে রেজিস্ট্রেশন করলেও নির্বাচিত নই দেখানো হচ্ছে। যার ফলে ভ্যাকসিন না পাওয়ার আশঙ্কায় আছি। তানজিন জান্নাত নামের অন্য এক শিক্ষার্থী বলেন, গুগল ফর্মের নির্দেশনা আসার পূর্বে হলে সকল কাগজপত্র জমা দিলেও এখন সুরক্ষা অ্যাপসে নিবন্ধন করতে পারছি না।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক এস এম মনিরুল হাসান বাংলাধারা প্রতিনিধিকে জানান, সার্ভারে সমস্যা হচ্ছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আশা করি সমস্যার দ্রুত সমাধান হবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন