২৬ অক্টোবর ২০২৫

দোকানে ভীড় : ভ্রাম্যমাণ আদালত দেখে পালালেন দোকানি

বাংলাধারা প্রতিবেদন »

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি না মেনে দোকানে কেনাবেচা করায়, বুধবার (১৩ মে) বোয়ালখালীর শাকপুরা ও ফুলতলা বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

উক্ত অভিযানে স্বাস্থ্যবিধি না মেনে দোকানে কেনাবেচা চালু রাখায় শাকপুরা বাজারের আজমির ফ্যাশনকে ১০ হাজার, আরাফাত গার্মেন্টকে ১ হাজার, ফজল করিমকে ২ হাজার ও আছিফ গার্মেন্টকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ফুলতালা বাজারের মো. শাকিলকে ৫ হাজার এবং পারভেজকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী জানান, বোয়ালখালী উপজেলা সদরের বড় মার্কেটগুলো বন্ধ থাকলেও শাকপুরা ও ফুলতলা বাজারের কিছু কাপড়ের দোকান খোলা ছিলো। বুধবার সেখানকার পরিস্থিতি দেখতে অভিযানে যাই আমরা।

তিনি আরও বলেন, গিয়ে দেখি- কোনো কাপড়ের দোকানেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ক্রেতা-বিক্রেতা কারও মাস্ক বা হ্যান্ড গ্ল্যাভস নেই। ১২০-১৫০ স্কয়ার ফুটের একটি দোকানে গাদাগাদি করে বসে ১০-১২ জন ক্রেতা কেনাকাটা করছেন। ‘অভিযানের খবর পেয়ে অনেক দোকানি দোকান বন্ধ করে সরে পড়েন। অনেকে দোকানে ক্রেতা রেখেই পালিয়ে যান। দণ্ডবিধি ২৬৯ ধারায় ৬ দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি না মেনে দোকানে কেনাবেচা করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুনের নির্দেশে সংশ্লিষ্ট দোকানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন