২৯ অক্টোবর ২০২৫

ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল রোহিঙ্গা ক্যাম্প

জেলা প্রতিনিধি, কক্সবাজার »

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের একটি ওয়াশ সেন্টারে আগুনে লেগেছে। দিন-দুপুরে আগুন লাগায় ক্যাম্পের ভলেন্টিয়ারসহ ফায়ার সার্ভিস টিমের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হওয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড হতে রক্ষা পেয়েছে অগণিত রোহিঙ্গা বসতি।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে চাকমারকুল ২১ নম্বর এফডিএম ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মোহাম্মদ ইমদাদুল ইসলাম।

এ ঘটনায় কেও হতা-হত হয়নি; তবে ওয়াশ সেন্টারে বিভিন্ন আসবাবপত্রসহ ওয়াশ সেন্টারটি পুড়ে প্রায় ৮-১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের।

চাকমারকুল ক্যাম্পের দায়িত্বরত ভলেন্টিয়ারদের বরাতে ফায়ার সার্ভিস কর্মকর্তা ইমদাদুল ইসলাম জানায়, এনজিও সংস্থা ব্রাকের ওয়াশ সেন্টারে আগুন লাগলে ভলান্টিয়াররা তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। সবার প্রচেষ্টা ছিল আগুন অন্যদিকে যেন ছড়িয়ে না পড়ে। এরই মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে আসেন। ফায়ার সার্ভিস সদস্যরা ভলান্টিয়ারদের সাথে নিয়ে প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি আরো জানান, তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে অতীতের মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটতো। এখন ওয়াশ সেন্টারে থাকা আসবাবপত্রসহ সেন্টারটি পুড়ে গেলেও আশপাশ বেঁচে যায়।

ক্যাম্প সূত্র মতে, ওয়াশ সেন্টারের কিচেন রুমের পাশ্ববর্তী স্থানে ডিজেলসহ অন্যান্য কিছু দাহ্য পদার্থ রাখা হতো। সেই স্থান হতে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মোহাম্মদ ইমদাদুল ইসলামও আগুন লাগা সম্পর্কে একই মন্তব্য করেন।

আরও পড়ুন