৪ নভেম্বর ২০২৫

মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে রাঙ্গামাটিতে বর্ষ বরণ উৎসব

রাঙ্গামাটিতে মঙ্গল শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলা বর্ষ বরণ উৎসব উদযাপন করা হয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত পৌরসভা প্রাঙ্গন থেকে এই শোভাযাত্রা উদ্বোধন করেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। রাঙ্গামাটির প্রধান সড়ক ঘুরে জেলাপ্রশাসনের চত্বরে এসে শোভাযাত্রাশেষ হয়। এরপর অনুষ্ঠিত হয় গ্রামীণ লোকজ মেলা।

সকাল থেকেই মানুষের ঢল নামে রাজপথে। নারী-পুরুষ সকলে বাঙালিয়ানার সাজে সেজে শোভাযাত্রায় অংশ নেন। পরে লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করন তারা।

আরও পড়ুন