বাংলাধারা প্রতিবেদন»
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ধোড়করা বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক পরিবহণে ব্যবহৃত একটি সিএনজিসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
গত ১১ আগস্ট ২০২১ ইং তারিখ রাত সাড়ে ১০টার দিকে গোপন সূত্রমতে, প্রাপ্ত তথ্য অনুযায়ী র্যাব-৭ এর একটি দল বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। সে সময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি সিএনজিকে থামানোর সংকেত দিলে সিএনজিটি র্যাবের চেকপোস্টের সামনে না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাব সদস্যরা সেটিকে ধাওয়া করে ০২ জন মাদক ব্যবসায়ীসহ সিএনজিটিকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মোঃ হারুনুর রশিদের ছেলে মোঃ রাজিব (২৬) এবং কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বেরুলা এলাকার রফিকুল ইসলামের ছেলে মোঃ দিদার (২৮)।

জিজ্ঞাসাবাদ করে তাদের তথ্য মতে, সিএনজিটির পেছনের সীটে প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৩৩ বোতল বিদেশী মদ এবং সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় আড়াই লাখ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ সিএনজিকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্যে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এফএস













