বাংলাধারা ডেস্ক »
নগরের চকবাজার এলাকার গোলজার মোড়ে একটি বাটা শো-রুমের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মঙ্গলবার (২২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম ।
তিনি বলেন, ‘রাত ১২টা ১৫ মিনিটের দিকে চকবাজারের বাটার শো-রুমে আগুন লাগার খবর আসে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন নিয়ন্ত্রণে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশনের চারটি গাড়ি কাজ করে। কোনো হতাহত হয়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।’













