২৯ অক্টোবর ২০২৫

মধ্যরাতে কেনাবেচা, ২১৬টি চোরাই মোবাইলসহ গ্রেফতার চক্রের ১০ সদস্য

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থেকে চোরাই ও ছিনতাই হওয়া ২১৬টি মোবাইল সেটসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার পুরাতন রেলওয়ে স্টেশনের ৭ নম্বর বাস কাউন্সারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল আওয়াল রানা (৩২), মো. জাবেদ (৩০), মো. ফরহাদ (২৭), মো. হানিফ (২৩),  মো. কামরুল ইসলাম (৩৪), মো. আবু তাহের রুবেল (২৮), মো. বাপ্পী (২৫), মো. ইয়াছিন আলম (২৫), মো. উজ্জ্বল (২২), মো. মাসুদ (২০), মো. বাবলু (২৫), মো. জাহাঙ্গীর (২৮), মোহাম্মদ আল আমিন (২৬) ও মো. নয়ন হোসেন হৃদয় (২৬)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর জানান, পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন ৭ নম্বর বাস কাউন্টারের সামনের ফুটপাতের ওপর চোরাই ও ছিনতাই হওয়া মোবাইল সেট বেচাকেনা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়। এ সময় ছিনতাই ও চোরাই মোবাইল বেচাকেনা চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের ২১৬টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন