১৯ ডিসেম্বর ২০২৫

মধ্যরাতে চবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত ৯

বাংলাধারা ডেস্ক »

মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপ সিক্সটি নাইন ও ভার্সিটি এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সহকারী প্রক্টর শহিদুল ইসলামসহ উভয়পক্ষের ৯ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী হলের সামনের সড়কে সংঘর্ষ শুরু হয়ে চলে রাত ১টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে কর্মরত এক চিকিৎসক জানান, সংঘর্ষের আহত সহকারী প্রক্টর শহীদুল ইসলামের চোখের পাশে ইটের আঘাত লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া আহত কয়েকজন চিকিৎসা নিয়েছে।

তিনি আরও জানান, একজনের মাথায় জখম হওয়ায় তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার শাটল ট্রেনের আসনে বসাকে কেন্দ্র করে তর্কাতর্কির পর রাতে সংঘর্ষে জড়ায়। ভার্সিটি এক্সপ্রেস গ্রুপের নেতা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী বলেন, সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা তাদের ওপর ইটপাটকেল ছুঁড়েছে। পাল্টা জবাব দিয়ে তাদের প্রতিহত করা হয়েছে।

সিক্সটি নাইন গ্রুপের নেতা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া বলেন, ক্যাম্পাসের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা চলছে।

আরও পড়ুন