২৪ অক্টোবর ২০২৫

মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

চট্টগ্রাম নগরীতে গভীর রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল। বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে আটক ৪ জন।

রবিবার (১৯ জানুয়ারী) রাত দেড়টার দিকে ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন কয়লার ঘর উত্তরা আবাসিক এলাকায় মিছিলটি বের হয়।

আটককৃতরা হলেন, কুলগাও হাউজিং সোসাইটির ইয়াসিনের পুত্র এমইএস কলেজের ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র ইমরান (২৫), বড় দীঘির পাড়, মিলন ড্রাইভারের বাড়ির রুপালের পুত্র সাগর(২২) ফটিকছড়ি নানুপুরের বাসিন্দা মো: হোসেনের পুত্র ও চট্টগ্রাম মহসিন কলেজর ছাত্র আসিফ(২৭)।

পুলিশ সূত্রে জানান যায়, ১৪-১৫ জনের একটি দল জয় বাংলা স্লোগানে মিছিলটি বের করে। তথ্য পেয়ে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৪ জনকে আটক করে। বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা জানায় এমইএস কলেজের ছাত্র সিহাব নামের এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে তারা জড়ো হয়েছিলেন।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) রইস উদ্দিন বাংলাধারাকে বলেন, গতরাতে চট্টগ্রামের বায়েজিদ থানাধীন কয়লার ঘর উত্তরা আবাসিক এলাকায় মিছিলটি বের হয়। ১৪-১৫ জনের একটি দল জয় বাংলা স্লোগানে মিছিলটি বের করে। তথ্য পেয়ে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৪ জনকে আটক করে। বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে আইনী ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

 

আরও পড়ুন